খেলাধুলা

বাবর, রিজওয়ানদের বাদ দিয়ে পাকিস্তানের টি-২০ দল, অধিনায়ক কে?

পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছে অধিনায়ক বাবর আজম, ওপেনার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন শাহ আফ্রিদি, ফাখর জামান এবং হারিস রউফদেরকে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মূলত সিনিয়র এসব ক্রিকেটারকে বাদ দেয়া হয়নি, তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমের সহকারীর দায়িত্ব পালন করা শাদাব খানকে। এই সিরিজের জন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে ১৮ জনের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য সোমবার রিজার্ভসহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্সকে। সুযোগ দেওয়া হয়েছে একাধিক নতুন মুখকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত এবার টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে।

Advertisement

পাকিস্তান সুপার লিগে ভাল খেলার পুরস্কার পেয়েছেন সাইম আইয়ুব, তৈয়ব তাহির, জামান খান এবং ইহসানুল্লাহ। পাকিস্তান সুপার লিগে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ইহসানুল্লাহ। পেশোয়ার জালমির হয়ে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স করেছেন আইয়ুব। জামান পিএসএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।

এ ছাড়াও বেশ কিছুদিন পর জাতীয় দলে ফেরানো হয়েছে আজম খান এবং ইমাদ ওয়াসিমকে। রিজার্ভ হিসাবে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তারা হলেন হাসিবুল্লাহ, উসামা মীর এবং আবরার আহমেদ।

দল ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য শাদাবকে অভিনন্দন। গত দু’বছর ধরে শাদাব পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক। বাবরের অনুপস্থিতিতে তাই ওকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।’

আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত পাকিস্তান দল

Advertisement

শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, তৈয়ব তাহির, জামান খান।

আইএইচএস/