দেশজুড়ে

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে জাহাজ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে জাহাজ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে বসুন্ধরা ম্যাজিস্টি। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে বাংলাদেশি এ জাহাজ।

Advertisement

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার মাউরাপান্থাই বন্দর থেকে ৩১ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ম্যাজিস্টি। এরপর সোমবার বিকেল ৪টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে জাহাজটি।

খন্দকার রিয়াজুল বলেন, বিকেল সাড়ে ৫টায় জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। খালাস করা কয়লা লাইটারেজে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে। সেখান থেকে এসব কয়লা কর্তৃপক্ষ তাদের গোডাউনে মজুত করবেন।

Advertisement

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম