দেশজুড়ে

ফেনীতে মাংসের দাম নির্ধারণ করে দিলো পৌরসভা

ফেনী শহরে গরু-খাসিসহ অন্য মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে পৌরসভা। রোববার (১২ মার্চ) ফেনী পৌরসভার আওতাধীন বাজারগুলোতে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে কসাইদের সঙ্গে আলোচনা সভা করে এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Advertisement

পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ও বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য আশরাফুল আলম গীটার।

নির্ধারিত দাম অনুযায়ী- খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা, বকরির মাংস প্রতি কেজি ৮৫০ ও ভেড়ার মাংসের কেজি ৯০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়াও গরুর মাংস হাড়সহ প্রতি কেজি ৭৫০ টাকা, হাড় ছাড়া ৮৫০, মহিষের মাংস হাড়সহ ৭৪০ ও হাড় ছাড়া ৮৪০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

সভায় ফেনী পৌরসভার সচিব আবুজর গিফরী, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণপদ সাহাসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এ বিষয়ে ফেনী পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে রাখতে কসাইদের সঙ্গে আলোচনা সভা করে পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত দামের বাইরে দাম আদায় করা হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে পৌরসভা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক কাওছার মিয়া (অতিরিক্ত দায়িত্ব) জানান, রমজানে দ্রব্যমূ্ল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্য পণ্যের পাশাপাশি মাংসের বাজারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

Advertisement