সাহিত্য

বিন্দু বিসর্গ পদক পেলেন কবি আমিনুল ইসলাম

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ‘বিন্দু বিসর্গ পদক ২০২৩’ প্রদান করা হয়েছে।

Advertisement

কবিতার বিশেষ অবদানের জন্য এ বছর পদক পেয়েছেন কবি আমিনুল ইসলাম। কথাসাহিত্যে গল্পকার ও ঔপন্যাসিক ম্যারিনা নাসরীন, প্রবন্ধ সাহিত্যে হামিদ রায়হান, শিশুসাহিত্যে জ্যোতির্ময় সেন, ভ্রমণ সাহিত্যে শিউলী সিরাজ।

এ ছাড়া সাহিত্যে সামগ্রিক অবদান বিবেচনায় এ পদক দেওয়া হয়েছে কবি নাসির আহমেদ, ফারুক মাহমুদ এবং ফরিদ আহমদ দুলালকে।

পদকপ্রাপ্তদের ফুলের তোড়া, উত্তরীয়, ক্রেস্ট এবং পুরস্কার মূল্য হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে গত ১১ মার্চ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

গাইবান্ধার সাংস্কৃতিক আঙিনার বটগাছ অধ্যাপক মাজহারউল মান্নান দিনভর কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক সাবেদ আল সা'দ সম্পাদিত বিন্দু বিসর্গ লিটল ম্যাগাজিনের ২৩ বছর পূর্তিতে দিনভর আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শতাধিক কবি অংশগ্রহণ করেন।

আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশন ইত্যাদিতে সমৃদ্ধ ছিল সারাদিনের আয়োজন।

Advertisement

এসইউ/জিকেএস