বিনোদন

যেসব সিনেমা এবারের অস্কারে সেরা পুরস্কার পেল

অনেক অপেক্ষার পরে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা সিনেমার নাম জানা গেল। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর একাডেমি অ্যাওয়ার্ডস। যা ‘অস্কার’ পুরস্কার হিসেবে পরিচিত। অস্কারের ৯৫তম আসরের সেরা সিনেমা হিসেবে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) সকালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।

Advertisement

অস্কারের এবারের আসরে ১১টি শাখায় মনোনয়ন পাওয়া যুক্তরাষ্ট্রের সিনেমাটি নিয়ে আগেই ব্যাপক আলোচনা হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন সিনেমাটি সেরার তালিকায় স্থান পাবে। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। এবারের অস্কারে সেরার তালিকায় আরও যেসব সিনেমা রয়েছে- ‘দ্য বানশিজ অব ইনশেরিন’, ‘এলভিস’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ওমেন টকিং’ও ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ । তবে সব সিনেমাকে পেছনে ফেলেছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’সেরার খেতাব জিতেছে।

আরও পড়ুন: যে কারণে ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ হচ্ছে এবারের অস্কারে

সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’–এর নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন। এটির প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। অস্কারের এবারের আসরে সিনেমাটি ৭টি শাখায় পুরস্কার পেয়েছে।

Advertisement

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হবে। জিমি কিমেল এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। বিশ্বের সিনেমাপ্রেমীরা এ আসরটি উপভোগ করছেন।

এমএমএফ/জিকেএস