সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই পরীক্ষা চালায় দেশটি। খবর আল-জাজিরার।
Advertisement
সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সেনাদের চেষ্টা তীব্র করতে বলেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদী ও দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনী দ্বারা প্রদর্শিত শক্তির বিরুদ্ধে দৃঢ়তা দেখাতেই এই অস্ত্র পরীক্ষা করা হয়েছে।
কেসিএনএ আরও ইঙ্গিত দেয় উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে সজ্জিত করতে চায়।
Advertisement
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া। তাছাড়া পারমাণবিক প্রোগ্রামকে নিজেদের আত্মরক্ষার উপকরণ মনে করে দেশটি।
এমএসএম