খেলাধুলা

ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার।এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভারতের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে। মুস্তাফিজের অর্জনের মুকুটে এবার আরেকটি পালক হয়ে যুক্ত হলো, ইংলিশ কাউন্টি ক্রিকেট। মুস্তাফিজ এবার নাম লেখালেন ক্রিকেটার স্বপ্নের গন্তব্য ইংলিশ কাউন্টিতে। বাংলাদেশের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ ক্লাব সাসেক্সের জার্সি গায়ে খেলবেন টাইগার এই পেস সেনসেশন। সাসেক্সের ওয়েব সাইটেই জানানো হয়েছে এ সংবাদ।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও হয়নি মুস্তাফিজুর রহমান। প্রথম আসরেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছেন ৫টি কিংবা এরও বেশি উইকেট নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সিরিজেও বজায় রেখেছিলেন তিনি। বছর শেষে ঠাঁই মিলেছে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।নতুন বছরের শুরু থেকেই বিদেশি লিগগুলোতে মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান সুপার লিগ, আইপিএল, সিপিএলসহ কোন লিগ নেই- যারা মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি! যদিও ইনজুরির কারণে পিএসএলে খেলা হয়নি তার। আইপিএলের সানরাইজার্স হায়দারাবাদ মুস্তাফিজকে কিনে নিয়ে ১ কোটি ৪০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে হায়দারাবাদ সানরাইজার্স!কাউন্টি ক্লাব সাসেক্সের ওয়েবসাইটেই মুস্তাফিজের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যে বাংলাদেশি বাম হাতি পেসার মুস্তাফিজের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছি। ২০ বছর বয়সী বাম হাতি এ পেসার প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি সাসেক্সের হয়ে খেলবেন।’স্কাই স্পোর্টস জানিয়েছে, ‘বাংলাদেশের এই কাটার বিশেষজ্ঞকে কাউন্টি দল সাসেক্স সই করিয়েছে। এই মৌসুমে সাসেক্সের সঙ্গে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট প্রতিযোগিতায় খেলবেন মুস্তাফিজ। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন তিনি। সাসেক্সে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন মুস্তাফিজ। তার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলেছেন।’সাসেক্স হেড কোচ মার্ক ডেভিস বলেন, `আমি অনেক আনন্দিত যে মুস্তাফিজ আমাদের হয়ে খেলবে। সে অসাধারণ দক্ষতায় বল করতে পারে এবং সে বর্তমানে বিশ্বের সেরা একজন তরুণ বোলার। বোলিং বৈচিত্রের কারণে তার বিপক্ষে ব্যাট করা অনেক কঠিন। তাকে দলে টানা আমাদের জন্য অনেক লাভবান ব্যাপার হয়েছে।` সংবাদ বিজ্ঞপ্তিতে মুস্তাফিজকে উদ্ধৃত করে বলা হয়েছে, `আমি ইংল্যান্ডে খেলার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। আমাকে সুযোগ দেওয়ার জন্য সাসেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ।`৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার মুস্তাফিজের। নিয়েছেন ২৬ উইকেট! অল্প সময়ের ক্যারিয়ারেই ৩ বার ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। অভিষেকে হইচই ফেলে দেওয়া সাতক্ষীরার এই ক্রিকেটার এখন বিশ্বজুড়ে সমাদৃত।আইএইচএস/এমআর/আরআইপি

Advertisement