আন্তর্জাতিক

‘শস্য চুক্তি নবায়ন’ আলোচনায় অংশ নেয়নি রাশিয়া

কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহনের ক্ষেত্রে গত বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। যদিও এই চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেয়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

Advertisement

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাছাড়া এ সংক্রান্ত কোনো আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধিও অংশ নেই।

আরও পড়ুন>শস্য চুক্তি নবায়নে ইউক্রেনের আলোচনা

তিনি বলেন, শস্য চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আগামী ১৩ মার্চ জেনেভায় রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল আলোচনা করবে।

Advertisement

সম্প্রতি ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন।

গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে ১৮ মার্চ।

এমএসএম

Advertisement