বিনোদন

যে কারণে ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ হচ্ছে এবারের অস্কারে

এবারের অস্কারে ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ করা হচ্ছে। দীর্ঘদিন থেকে চলে আসা সেই রেড কার্পেট থাকছে না এবারের আসরে। এবার লালের জায়গা দখল করছে শ্যাম্পেন রং। এবার পুরোবিশ্বের তারকারা শ্যাম্পেন রঙের কার্পেটের উপর দিয়ে হেঁটে যাবেন।

Advertisement

‘অস্কার ২০২৩’-এর সঞ্চালক জিমি কিমেল এই রং বদলের খবর দিয়েছেন। একই সঙ্গে সঞ্চালক, কমেডিয়ান ও প্রযোজকের কিছুটা কৌতুক করে বলেছেন, ‘এ বছর লাল রঙের কার্পেটের বদলে শ্যাম্পেন রঙের কার্পেট পাতা হবে। এতেই প্রমাণিত হয়, আমরা কতটা আত্মবিশ্বাসী যে এই বছর কোনো রকম রক্তপাত হবে না।’

      View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

উল্লেখ্য, গত বছরের অস্কারেই সেই চড় কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। সেই প্রসঙ্গ টেনেই এ বছরের সঞ্চালকের এই মস্করা।

Advertisement

লাল রঙের তুলনায় এই রং চোখে আরাম দেবে বলে ধারণা উদ্যোক্তাদের। তাছাড়া আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে একটি কমলা রঙের তাবু খাটানো হবে অতিথিদের জন্য। সেক্ষেত্রে দুটি রং পাশাপাশি বেমানান লাগবে না। তাছাড়া ছবি তোলার জন্য তারকাদের পোশাকের সঙ্গেও এই রং মানানসই বলে মনে করছেন তারা। তাই এবারের ৯৫তম অস্কার অনুষ্ঠানে রং বদল করে ৬ দশকের ঐতিহ্য ভাঙা হবে।

এমএমএফ/জিকেএস