এবার আপনার ডেস্কটপে গুগলের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি দিতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। মনের যত জিজ্ঞাসা এক ক্লিকেই জেনে নিতে পারেন যে কোনো সময়। গুগল আরও আপডেট হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চ্যাটজিপিটির জনপ্রিয়তার পর গুগল ব্যস্ত সময় পার করছে প্রতিযোগিতার বাজারে।
Advertisement
এবার ব্যাকগ্রাউন্ট পরিবর্তনের সুবিধা নিয়ে এলো গুগল। গুগল সার্চ ইঞ্জিন চালু করলেই সাদা রঙের ব্যাকগ্রাউন্ট দেখা যায়। নিয়মিত একই ছবি দেখার বদলে চাইলেই গুগলের ব্যাকগ্রাউন্টে পছন্দের ছবি যুক্ত করা সম্ভব। এমনকি নিজের কোনো ছবিও গুগলের ব্যাকগ্রাউন্টে ব্যবহার করা যায়। ক্রোম ব্রাউজার কাজে লাগিয়ে শুধু কম্পিউটার ব্যবহারকারীরা গুগলের ব্যাকগ্রাউন্ট নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ৩ ফিচার
দেখে নিন কীভাবে কাজটি করবেন->> এজন্য প্রথমে কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করতে হবে। >> এরপর গুগল ট্যাবের নিচে থাকা কাস্টমাইজ ক্রোম বাটন অপশনে ক্লিক করুন। >> এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছবি দেখতে পাবেন।>> এখানে চাইলে আপনার নিজের ছবি নির্বাচন করতে পারবেন।>> পছন্দের ছবি নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে।>> রিফ্রেশ ডেইলি টগল চালু করলে প্রতিদিন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।
Advertisement
সূত্র: গুগল হেল্প
কেএসকে/জেআইএম