ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ বিজনেস সামিট ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Advertisement
এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ বিজনেস সামিটে আপনাদের উপস্থিতিতে আমি উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি যে, এ ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাংলাদেশ বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত থেকে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।
এ বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি, ভুটানের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী কার্মা দর্জিয়া, বিশ্ব বাণিজ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল জিয়াং চেন জ্যাং, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।
এদিন দুপুরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিইটি) সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক সই হয়।
Advertisement
পরে বিকেলে আন্তর্জাতিক বড় কোম্পানি ও বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরিতে আমদানিকারকদের সঙ্গে ‘বিজনেস লিডার্স প্যানেল: বাংলাদেশ দ্য বিগ পিকচার’ শীর্ষক আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এডিটর এটলার্জ ও বিখ্যাত উপস্থাপক রিচার্ড কোয়েস্ট।
এছাড়া সিএনএনের পক্ষ থেকে ‘সিএনএন ইনসাইটস: দ্য গ্লোবাল মিডিয়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ভিউ অন বাংলাদেশ’ শীর্ষক সেশনের আয়োজন করা হয়। এরপর ‘বাংলাদেশ গ্রোথ স্টোরি: হোয়াটস দ্য ফিউচার রোডম্যাপ’ শীর্ষক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনায় অংশ নেন রিচার্ড কোয়েস্ট।
এফবিসিসিআই এ বিজনেস সামিটটি বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করেছে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং দেশে ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
ইএআর/এএএইচ/জেআইএম
Advertisement