শেষ পর্যন্ত ভারতের ধর্মশালায় স্বাগতিক ভারতের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তো! এরই মধ্যে ধর্মশালা রাজ্য সরকার পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে পাক-ভারত ম্যাচটি বাতিল করা কিংবা অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন রাজ্য সরকার। তবে আশার কথা হল ধর্মশালায় না হলে ভারত-পাক ম্যাচের জন্যও তৈরি আছে ইডেন। ভারত-পাক ম্যাচ নিয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, আমাদের ম্যাচ দেওয়া হলে আপত্তি করব না। পাক-ভারত ম্যাচ নিয়ে আমরা তৈরি।তবে বিজেপি সাংসদ ও ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর মন্তব্য করেছেন, ক্রিকেট নিয়ে রাজনীতি করছে হিমাচল সরকার। ছ’মাস আগেই যা ঠিক হয়ে গিয়েছে তাতে শেষ মুহূর্তে পিছিয়ে এলে রাজ্যেরই বদনাম। এদিকে পাক বোর্ড সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর পাক বোর্ড প্রধান শাহরিয়ার খানকে ধর্মশালায় পাক দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।এমআর/এবিএস
Advertisement