ঢাকায় ইন্টারনেটে ধীরগতির কারণে প্রযুক্তি প্রেমীদের ভোগান্তি পোহাতে হয়েছে গতকাল মঙ্গলবার। গাজীপুরে সড়ক উন্নয়নের কাজে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) লাইন কাটা পড়ায় ইন্টারনেটের গতি কমে যায়। তবে রাতেই সমস্যাটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ফাইবার অ্যাট হোমের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স আব্বাস ফারুক।জানা যায়, দেশে এনটিটিএন-এর ব্যবসা শুরুর পর থেকেই এ সমস্যা অব্যাহত রয়েছে। কবে এ অবস্থার সমাধান হবে তা বলতে পারছেন না কেউ।ফাইবার অ্যাট হোমের সূত্রে জানা যায়, শুধু ফেব্রুয়ারি মাসেই ৪ বার ক্যাবল লাইন কাটা পড়েছে। বিষয়টি সমাধান করার জন্য সরকারের শীর্ষ মহলে যোগাযোগ করলেও কার্যত তার সমাধান হয়নি। এলজিইডি এ বিষয়ের সমাধানের আশ্বাস দিলেও পরবর্তীতে তারা কথা রাখছে না।আরএম/আরএস/এবিএস
Advertisement