লাইফস্টাইল

গরম ভাতে খান কাতলার দোপেঁয়াজা

কাতলা মাছের কদর সবার কাছেই আছে। এই মাছ দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো কাতলা মাছের দোপেঁয়াজা। জেনে নিন সুস্বাদু এই পদের সহজ রেসিপি-

Advertisement

আরও পড়ুন: বিরিয়ানির দোকানের মতো ‘গরুর তেহারি’ রান্নার রেসিপি

উপকরণ

১. বড় কাতলা মাছ ৪ টুকরা২. পেঁয়াজ কুঁচি দেড় কাপ৩. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ৪. জিরার গুঁড়া ১ চা চামচ৫. হলুদ গুঁড়া ১/৪ চা চামচ৬. মরিচের গুঁড়া ১ চা চামচ৭. লবণ স্বাদমতো৮. কাঁচা মরিচ স্বাদমতো ও৯. সরিষার তেল পরিমাণমতো।

Advertisement

আরও পড়ুন: গরমে প্রশান্তি দেবে লেবু-পুদিনার শরবত

পদ্ধতি

প্রথমে মাছের টুকরোগুলো লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন। এরপর প্যানে তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।

এবার ওই তেলে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। এরপর একে একে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ৩ -৪ মিনিট ভলো করে কষিয়ে নিন।

Advertisement

আরও পড়ুন: ফিশ ফ্রাই তৈরি করুন ঘরেই

মসলা থেকে তেল ছেড়া দিলে ভাজা মাছগুলো দিয়ে দিন। এরপর অল্প পানি দিতে হবে। ঢেকে কিছুক্ষণ রান্না করে কাঁচা মরিচ উপরে দিয়ে নামিয়ে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাতলা মাছের দো পেঁয়াজা।

জেএমএস/এমএস