আন্তর্জাতিক

ইরানের নৌবহরে নতুন অত্যাধুনিক যুদ্ধ জাহাজ

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবহরে নতুন যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্রবাহী প্রায় ১০০টি বোটও যুক্ত হয়েছে। খবর প্রেসটিভির।

Advertisement

বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে এক অনুষ্ঠানের মাধ্যমে আইআরজিসির নৌ শাখার কাছে আক্রমণ ও আত্ম-রক্ষামূলক সরঞ্জামে সজ্জিত শহীদ মাহদাভী নামের যুদ্ধ জাহাজটি হস্তান্তর করা হয়।

এছাড়াও ৯৫টি আশুরা ও তারেক-শ্রেণীর মিসাইল-লঞ্চিং স্পিড বোট নৌবাহিনীর বহরে যোগ হয়।

অনুষ্ঠানে আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সাওদ বলেন, শহীদ মাহদাভি যুদ্ধজাহাজ একটি ভারী, বহুমুখী ও দূরপাল্লার জাহাজ, যা সব ধরনের হেলিকপ্টার, ড্রোন এবং উচ্চ গতির ক্ষেপণাস্ত্র লঞ্চার বহন ও পরিচালনা করতে সক্ষম।

Advertisement

তিনি বলেন, দুই হাজার একশ টনের যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য ২৪০ মিটার ও প্রসস্থ ২৭ মিটার। এটি একটি থ্রিডি ফেজড-অ্যারে রাডারের পাশাপাশি ভূমি থেকে ভূমি ও ভূমি-থেকে-আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। যুদ্ধজাহাজটির টেলিকমিউনিকেশন সিস্টেমটিও অত্যাধুনিক।

আইআরজিসির এই নৌকমান্ডার বলেন, শহীদ মাহদাভি যুদ্ধজাহাজটি একটি ভাসমান শহরের মতো। যেটি সমুদ্রে মিশন পরিচালনা করতে প্রস্তুত।

তাংসিরি আরও বলেন, বিশেষ বাহিনীর সদস্যরা রকেটবাহী জাহাজকে ক্ষেপণাস্ত্রবাহীতে রূপান্তর করেছে, যা বিশ্বে নজিরবিহীন।

এমএসএম

Advertisement