অনলাইনে জুয়া খেলার অ্যাপ ডেভেলপার চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- আবুল কালাম আজাদ (২২), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মো. সুজন (২৪) ও দিনাজপুরের খানসামা থানার ভবানী রায় (২৪)।
Advertisement
মঙ্গলবার (৭ মার্চ) রংপুরের কোতোয়ালি মডেল থানা এলাকার অয়ন ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া অ্যাপ্লিকেশন পরিচালনার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড, একটি এসডি কার্ড ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, কুড়িগ্রাম থেকে গ্রেফতার মো. সুজন ম্যাক্স প্লেয়ার নামে একটি অনলাইন জুয়া অ্যাপের ডেভলপার। তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে এ জুয়া খেলার অ্যাপের সাবস্ক্রিপশন বিক্রি করতেন। গ্রেফতার আবুল কালাম আজাদ এ অ্যাপের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। প্রতি ঘণ্টায় এ অ্যাপে ৪০ হাজার টাকার বেশি লেনদেন হতো। গ্রেফতার ভবানী রায়ের ব্যবহৃত ২০টির বেশি সিম কার্ড অবৈধ ই-ট্রানজেকশন নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আসলাম খান বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের সঙ্গে সন্ত্রাসী অর্থায়নের বিষয় সংশ্লিষ্ট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।
Advertisement
আরএসএম/এএএইচ/জেআইএম