আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
অনুষ্ঠানে বিশেষ অতিথি হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ বছর যথারীতি ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ‘যৈবতী কন্যার মন’ সিনেমার ‘অন্তরে অন্তর জ্বালা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বিজয়ী হয়েছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। তার হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কিংবদন্তি গীতিকবির স্ত্রী জহুরা আনোয়ার।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার হয়ে পুরস্কার গ্রহণ করার প্রতিক্রিয়াটা আমার কাছে মিশ্র। আনন্দও হচ্ছে, বেদনাও হচ্ছে। আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তার জন্য দোয়া করবেন।’
Advertisement
যৌথভাবে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এছাড়াও এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যৌথভাবে নির্বাচিত হয়েছে মাতিয়া বানু শুকু প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত প্রযোজিত ‘নোনাজলের কাব্য’।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন ‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য রেজওয়ান শাহরিয়ার সুমিত। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিজয়ী হয়েছেন ‘মৃধা বনাম মৃধা’ ছবির জন্য সিয়াম আহমেদ ও ‘রাতজাগা ফুল’ ছবির জন্য মীর সাব্বির মাহমুদ। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে আজমেরী হক বাঁধন ও ‘নোনাজলের কাব্য’ ছবিতে তাসনোভা তামান্না।
এমআই/জিকেএস
Advertisement