সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
Advertisement
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচন গ্রামের মো ছুবান মিয়ার ছেলে জালাল উদ্দীন।
আদালত সূত্র জানায়, জালাল উদ্দিন স্ত্রী সামিয়া বেগমের সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। পরে ২০২০ সালের ৩০ অক্টোবর রাতের খাবার শেষে পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী সামিয়া বেগমকে ধারালো বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। মামলার পর দীর্ঘ শুনানি শেষে আদালত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, বিচারকার্য শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Advertisement
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম