দুটি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন চিনি কিনছে সরকার। এরমধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান এবং অন্যটি সংযুক্ত আরব আমিরাতের। এজন্য মোট খরচ ধরা হয়েছে ২০১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে দেশীয় প্রতিষ্ঠান থেকে যে দামে চিনি কেনা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান থেকে তার অর্ধেকের কম দামে চিনি কিনতে পারছে সরকার।
Advertisement
দেশি প্রতিষ্ঠান হলো গ্লোবাল করপোরেশন। আর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান হলো গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই। এই দুই প্রতিষ্ঠান থেকে চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন: এবার সুইজারল্যান্ড থেকে এলএনজি কিনছে সরকার
বৃহস্পতিবার (৯ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
এতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি গ্লোবাল করপোরেশন থেকে ১৩২ কোটি ৫০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই থেকে কিনবে টিসিবি। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে এই চিনি কেনা হবে। এজন্য ব্যয় হবে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়, ভারতের কলকাতার শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ওই চিনি কিনতে খরচ ধরা হয় ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। টিসিবির জন্য ওই চিনি কিনতে প্রতি কেজির দাম ধরা হয় ৫৬ টাকা ২ পয়সা।
Advertisement
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১ বিলিয়নের ঘরে
তার আগে গত বছরের ১০ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। টিসিবির জন্য কেনা ওই চিনির জন্য খরচ ধরা হয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৬২৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা। প্রতি টন চিনির দাম ধরা হয় ৫২৪ মার্কিন ডলার।
এমএএস/জেডএইচ/জেআইএম