দেশজুড়ে

‘ভাবতেই পারিনি, আমার রঙিন ঘর হবে’

জীবনে কখনো ভাবতেই পারিনি যে, আমার রঙিন টিনের নতুন ঘর হবে। আগে বৃষ্টি হলেই অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতাম। এখন আর অন্যের ঘরে যেতে হবে না। কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল দক্ষিণপাড়া মহল্লার মৃত আব্দুল গফুর শেখের স্ত্রী ছবুরা বেগম (৭০)।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, ছবুরা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে আছেন। তবে ছেলেমেয়েরা সবাই মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে থাকেন।

এদিকে, স্বামীহারা ছবুরা জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করেন। বিধবা ভাতার কার্ডের টাকা ও বাড়ির উঠানে লাগানো শাকসবজি বিক্রি করে কোনোরকমে চলে তার জীবন। এর আগে অন্যের বাড়িতে কাজ করলেও এখন বয়সের ভারে আর তা করতে পারেন না।

ছবুরা বেগমের এমন কষ্টের কথা জেনে সমাজকর্মী মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে ৭২ হাজার টাকা সংগ্রহ হয়। পরে ওই টাকা দিয়ে একটি রঙিন টিনের ঘর, লেপ-তোশক, পোশাক ও খাদ্য সামগ্রীসহ নগদ টাকা তার কাছে হস্তান্তর করেন মামুন।

Advertisement

বুধবার (৮ মার্চ) বিকেলে সমাজকর্মী মামুন বিশ্বাস জাগো নিউজকে বলেন, আজ একটি নতুন ঘর ও বিভিন্ন সামগ্রীসহ নগদ ৬ হাজার ১০০ টাকা ছবুরা খালার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অসহায় ছবুরা খালার বিষয়টি আমি জানার পরে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে টাকা সংগ্রহ করি। সেই টাকা দিয়েই তার জন্য ঘর তৈরি করা হয়। এছাড়া পোশাক, লেপ-তোশক ও খাদ্যসামগ্রীর ব্যবস্থাও করে দিই। এই কৃতিত্ব মূলত ফেসবুক বন্ধুদের। আমি চেষ্টা করে যাচ্ছি মাত্র।

এম এ মালেক/এমআরআর/জিকেএস

Advertisement