বিনোদন

নারী দিবসে ‘পরি’ হয়ে আসছেন পূজা চেরি

 

বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘পরি’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্মটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নতুন দিনের মেধাবী অভিনেত্রী পূজা চেরি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর ফার্স্টলুক পোস্টার।

Advertisement

আরও পড়ুন: আমার অল্প বয়সের কারণে ভুল করেছি: পূজা চেরী

ওয়েব ফিল্মটিতে দেশীয় শোবিজ অঙ্গনের একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি জানান, মানবপাচার নিয়ে গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সব কিছুই থাকবে।

গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রিটি অভিনেতা। তবে পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? সেটাই দেখা যাবে ওয়েব ফিল্মটিতে।

Advertisement

আরও পড়ুন: বসন্তে উষ্ণতা ছড়ালেন পূজা চেরী

রায়হান খানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজা, জোভান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পি, সাক্ষ্য শহিদ, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস

Advertisement