আন্তর্জাতিক

শস্য চুক্তি নবায়নে ইউক্রেনের আলোচনা

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

Advertisement

সূত্রটি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেনি ইউক্রেন। তবে মনে করা হচ্ছে, ইউক্রেনের অংশীদাররা বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে ১৮ মার্চ।

এদিকে ইউক্রেনের বাখমুত শহরের বেসামরিক নাগরিকরা বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন বলে জানা গেছে। এতে সহায়তা করছেন ইউক্রেনের সেনাবাহিনী। অনেকের দাবি, বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি ইউক্রেনীয় সেনাদের বাখমুত থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

বর্তমানে রুশ বাহিনী বাখমুতের কাছে রয়েছে। কিছু কিছু জায়গায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্যরাও ঢুকে পড়েছেন। ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাখমুত ছাড়ার কথা না বললেও, ধারণা করা হচ্ছে যে কোনো সময় এ ঘোষণা আসবে।

এমএসএম