আন্তর্জাতিক

জাপানের মহাকাশ অভিযান ফের ব্যর্থ

দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো জাপানের মহাকাশ অভিযান। উৎক্ষেপণের পর আকাশেই ধ্বংস করতে হয় পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটটি। এই ব্যর্থতা জাপানের মহাকাশবিষয়ক উচ্চাকাঙ্ক্ষা ও নিরাপত্তা প্রোগ্রামের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। খবর আল-জাজিরার।

Advertisement

জাপানের মহাকাশ সংস্থা (জেএএক্সএ) জানায়, মঙ্গলবার (৭ মার্চ) রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু এর ইঞ্জিন সঠিকভাবে কাজ না করায় স্বংক্রিয় পদ্ধতিতে এটি ধ্বংস করা হয়।

আরও পড়ুন> রকেট উৎক্ষেপণে ২০ বছরে জাপানের প্রথম ব্যর্থতা

জাপানের এইচ৩-এর ব্যর্থতার কারণে মকাশ নিয়ে অনুরাগীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কারণ তিন সপ্তাহে আগেও জাপানের একটি রকেট উৎক্ষেপণ প্রোগ্রাম ব্যর্থ হয়। জেএএক্সএ এক বিবৃতিতে জানিয়েছে, যখন মনে করা হয় রকেটটি তার মিশন শেষ করতে পারবে না, তখনই ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। ফিলিপাইন সাগরে এর ধ্বংসাবশেষ পতিত হবে বলেও জানানো হয়।

Advertisement

এর আগে গত বছরের অক্টোবরে মহাকাশে স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয় দেশটি। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পরেই স্বংক্রিয় নির্দেশনার মাধ্যমে সেটিকে ধ্বংস করা হয়। কাগোশিমার দক্ষিণ জাপানি প্রিফেকচারের উচিনৌরা স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল।

এপসিলন-৬ রকেটটি উক্ষেপণে ব্যর্থতার প্রধান কারণ ছিল এটির কক্ষপথের অবস্থান ঠিক ছিল না। ফলে উৎক্ষেপণের সাত মিনিটের মধ্যেই এটিকে থামিয়ে দেওয়া হয়। এ ধরনের ব্যর্থতার ঘটনা প্রায় ২০ বছরে মধ্যে জাপানে প্রথম ছিল।

এমএসএম

Advertisement