দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে ৬ মার্চ মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক মাসুম বাবুল। তার মৃত্যুতে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। নানা মাধ্যমে শোক প্রকাশ করছেন তারকারা।
Advertisement
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট চিত্রনায়ক জায়েদ খান। ছবিতে অভিনেতার সঙ্গে নৃত্যপরিচালক মাসুম বাবুল দেখা যায়। পোস্টের সঙ্গে লিখেছেন, কখনো আর এভাবে বাবা-ছেলে একসাথে দাঁড়ানো হবে না কেউ বলবে না আব্বা এভাবে দাঁড়া। কত স্মৃতি কত ঘটনা আপনার সাথে। এগুলো কোনোভাবেই ভুলে থাকা যাবে না। আপনাকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না। আমার জীবনের একটা ছায়া সড়ে গেল। আপনি ছিলেন চলচ্চিত্রের একটা ডিকশনারি। আল্লাহ আপনাকে পরপারে শান্তিতে রাখুন বাবা।
চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ অনেক চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
মাসুম বাবুল নৃত্য পরিচালনায় সিনেমাগুলোর মধ্যে বিক্ষোভ, মায়ের দোয়া, দাঙ্গা, কেয়ামত থেকে কেয়ামত, অবুঝ সন্তান, ত্যাগ, তুমি আমার অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, দেন মোহর, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, হৃদয়ের কথা, কোটি টাকার কাবিন উল্লেখযোগ্য।
Advertisement
এমআই/এমএমএফ/এমএস