এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশে। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগার বাহিনী।অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে গেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আমিরাতের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শহিদ আফ্রিদির দল। আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ফাইনালে যাওয়ার পথ আটকে যাবে পাকিস্তানের।তবে বাংলাদেশ হারলেও আশা জিইয়ে থাকবে। পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। বাংলাদেশ সে সমীকরণের দিকে যেতে চায় না। জিতেই স্বপ্নের ফাইনাল নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুর হবে ম্যাচটি। কেমন হতে পারে দুইদলের সম্ভাব্য একাদশ। দেখে নেয়া যাক এক নজরে।বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিল ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, আবু হায়দার রনি এবং তাসকিন আহমেদ।পাকিস্তান দল (সম্ভাব্য): শারজিল খান, মোহাম্মদ হাফিজ, খুররম মঞ্জুর, উমর আকমল, সোয়াইব মালিক, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ইরফান।বিএ
Advertisement