দেশজুড়ে

বরগুনায় মীর সাব্বিরকে সংবর্ধনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করায় জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরকে বরগুনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

এসময় মীর সাব্বির তার বক্তব্যে অর্জিত পুরস্কার বরগুনার সব মানুষকে উৎসর্গ করার কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস। এসময় সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীলকেও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মীর সাব্বির বলেন, বরগুনায় প্রথম নাটক ‘খ্যাতির বিড়ম্বনা’র মাধ্যমে আমার সাংস্কৃতিক অঙ্গনের পথচলা। তবে ভবিষ্যৎ ভালো না হওয়ার আশঙ্কায় আমার বাবা আমাকে সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হতে দিতে চাননি। কারণ সে সময়ে সাংস্কৃতিক অঙ্গনের ভবিষ্যৎ ভালো ছিল না।

এসময় জন্মস্থান বরগুনার সব শিক্ষাগুরু ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুজনকে স্মরণ করে এ অভিনেতা বলেন, যারা আমাকে অভিনয় শিখিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

Advertisement

মীর সাব্বিরের পরিচালনায় চলচ্চিত্র ‘রাতজাগা ফুল’র বেশিরভাগ চিত্রধারণ করা হয়েছে বরগুনায়। বরগুনার সৌন্দর্য দেশের মানুষের কাছে তুলে ধরতে ভবিষ্যতে আরও কাজ করবেন বলে জানান মীর সাব্বির।

তিনি বলেন, আমার সাফল্যের পেছনে বরগুনার প্রতিটি মানুষের ঘাম এবং প্রার্থনা জড়িয়ে আছে। আমি বরগুনার নাট্যাঙ্গন থেকে উঠে এসেছি। আমার অর্জিত পুরস্কারের পেছনে বরগুনার সব মানুষের অবদান রয়েছে। অভিনেতা মীর সাব্বিরের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামে। পেশাগত কারণে তিনি ঢাকায় বসবাস করেন। তবে তার পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন বরগুনা পৌরশহরের বাগানবাড়ি এলাকায়।

এসআর/জিকেএস

Advertisement