খেলাধুলা

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

জিতলেই স্বপ্নের ফাইনাল। টি-টোয়েন্টিতে নিজেদের দুর্নাম ঘোচানোর দারুণ সুযোগ। এমন সমীকরণ নিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।প্রথম ম্যাচে ভারতের কাছে বড় হারের পর কোণঠাসা বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। অনেকেই বলেছেন ছোট দলের বিপক্ষে জয় পেলে কী হবে বড় দলের সঙ্গে তো সেই হারতেই হয়। সমালোচনার জবাব দিয়েছেন দুইদিন পরেই। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথ সহজ করেই তৃপ্তির ঢেঁকুর দিয়েছেন টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী তারা। ফাইনালের এতো কাছে এসে তাই মাশরাফিদের ভাবনা জুড়েই রয়েছে পাকিস্তানের বিপক্ষে জয়।ফাইনালে যাবার খুব ভালো সুযোগ রয়েছে তা ভালো করে জানেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই গত দুই ম্যাচের মতো এ ম্যাচেও তার ধারাবাহিকতা চান সতীর্থদের কাছ থেকে।মাশরাফি বলেন, ‘আমাদের সামনে আসলেই ফাইনাল খেলার খুব ভালো সুযোগ আছে। সর্বশেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ কাজে লাগানো যাবে। কিছু ভুলও অবশ্য ছিলো। কিন্তু আমরা প্রয়োজনের সময় দরকারি কাজ করতে পেরেছি বলেই ম্যাচ দুটি জিততে পেরেছি। আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক প্রয়োগ করি, আমার মনে হয় আমাদের সব সুযোগই আছে।’তবে মাঠে নামার আগে একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন অধিনায়ক। কারণ ইনজুরির কারণে দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে এশিয়া কাপে আর পাচ্ছেন না তারা। যদিও তার পরিবর্তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ খেলেছেন তিনি। কাল সেই পাকিস্তানি খেলোয়াড়দের মোকাবেলা করে আবার ক্রিকেটে ফিরছেন এ ওপেনার। তাই ক্রিকেটভক্তরা তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে।এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন হার্ড-হিটার সাব্বির রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত ব্যাটিং করে একাই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩০ রান করে  তাই এই ব্যাটসম্যানের দিকেও তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। বোলিংয়ে মুস্তাফিজ না থাকলেও তাসকিন, আল-আমিনদের উপর ভরসা রাখতে পারেন মাশরাফি। স্পিন বোলিংয়ে ভালোই করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ ম্যাচে ফিরতে পারেন নাসির হোসেন। সেক্ষেত্রে মাশরাফির বোলিং অস্ত্রের বৈচিত্র্য বাড়বে।অপরদিকে ভারতের বিপক্ষে বিধ্বস্ত হলেও আমিরাতের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে উমর আকমল। শোয়েব মালিকরা নিজেদের জাত চিনিয়েছেন। আর বোলিং সবসময়ই দুর্বার পাকিস্তান। আমির, সামি, ইরফান, রিয়াজদের নিয়ে গড়া সেরা বোলিং অ্যাটাকই তাদের। বিশেষকরে মোহাম্মদ রয়েছেন দুর্দান্ত ফর্মে।নিজেদের বোলিং নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের নবনিযুক্ত বোলিং কোচ আজহার মাহমুদ বলেন, ‘যেভাবে আগে বোলিং করেছে এবং ফেরার পর যেভাবে করছে সেখান থেকে বলতে পারি আমির বিশ্বমানের বোলার। গতকালের জয়ের পর দলের মনোবল অনেক ভালো। যেভাবে মালিক ও উমর খেলাটা শেষ করেছে সেটা দারুন ব্যাপার। পাকিস্তানের বোলিং সবসময়ই শক্তিশালি। ছেলেরা তাদের ব্যাটিং দক্ষতা নিয়ে কাজ করছে। যদিও আমাদের বোলিংটাই আমাদের শক্তি এবং আমি সবসময়ই সেটার ওপর আস্থা রাখব।’দুই দলের সর্বশেষ লড়াইইয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এ লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে পাকিস্তান। সাতবারই জয় পেয়েছে আফ্রিদির দল। তবে আগের চাইতে এখন অনেক বেশি শক্তিশালী বাংলাদেশ। তাই এ ম্যাচে জমজমাট লড়াইয়ের আশাই করছেন সবাই।আরটি/বিএ

Advertisement