সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রংধনু মডেল স্কুলের শতভাগ শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পাওয়ায় হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭৮ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে কেক কেটে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক. শাহ আজম।
প্রধান অতিথি তার বক্তব্যে এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান। সেইসঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও উৎসাহিত হবে বলে তিনি উল্লেখ করেন।
Advertisement
রংধনু মডেল স্কুল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে এবার বৃত্তি পরীক্ষায় ৭৮ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে স্কুল শাখা থেকে ৪৪ জন অংশ নিয়ে ৪১ জন ট্যালেন্টপুলে ও তিনজন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। কোচিং শাখা থেকে ৩৪ জন অংশ নিয়ে ১৪ জন ট্যালেন্টপুলে ও ২০ জন সাধারণ বৃত্তি পায়।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জাগো নিউজকে বলেন, একসঙ্গে এত বৃত্তি পাওয়ার আনন্দ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভাগাভাগি করতেই এমন ব্যতিক্রমী আয়োজন।
তিনি বলেন, প্রতিবার চারজনকে হেলিকপ্টারে চড়িয়ে ১০ মিনিট করে উপজেলাজুড়ে ঘোরানো হয়। এভাবে ১০ মিনিট করে ২০ বার ৭৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানো হয়। এতে ব্যয় হয়েছে তিন লাখ টাকা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফাইজা রহমান ইরাবী, আবু তালহা সরকার ও সুমনা খাতুন জাগো নিউজকে বলে, প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠে খুব ভালো লাগছে। আকাশ ছোঁয়ার স্বপ্নে আজ হেলিকপ্টারে চড়ে ঘুরলাম।
Advertisement
হেলিকপ্টারে চড়ে কেমন লাগলে জানতে চাইলে তারা বলে, নিচের দিকে তাকালে সবকিছু খুব ছোট ছোট লাগে। সবমিলে আজকের এ আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী করতে আরও এক ধাপ অনুপ্রেরণা জোগাবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও পৌরমেয়র মনির আক্তার খান তরু লোদীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এসআর/এমএস