বিনোদন

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)। আজ (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন চিত্রপরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। 

Advertisement

এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার। 

প্রসঙ্গত, পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে তার জন্ম। তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে যান তিনি।

Advertisement

এমআই/এমএমএফ/এমএস