লাইফস্টাইল

৩ উপকরণেই তৈরি করুন পুডিং

ছোট থেকে বড় সবাই পুডিংয়ের স্বাদে মুগ্ধ। অনেকেই ভাবেন ঘরে পুডিং তৈরি করা বেশ ঝামেলার। তবে মাত্র ৩ উপকরণেই কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ডেজার্ট। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ

১. চিনি ৪+২ টেবিল চামচ২. ডিম ২টি ও৪. ঘন দুধ ২ কাপ।

আরও পড়ুন: রং-বেরঙের ছিটা রুটি তৈরির রেসিপি

Advertisement

পদ্ধতি

প্রথমে সামান্য পানির সঙ্গে চিনি ৪ টেবিল চামচ মিশিয়ে জ্বাল দিয়ে তৈরি করে নিন ক্যারামেল। এরপর নাড়তে নাড়তে যখন চিনি গলে ব্রাউন কালার হয়ে যাবে তখন যে বাটিতে পুডিং বানানো হবে সে বাটিতে ক্যারামেল ঢেলে দিন। ক্যারামেল ঢেলে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ।

এবার পুডিংয়ের জন্য ডিম, দুধ ও চিনি ২ টেবিল চামচ একসঙ্গে ফেটিয়ে ছেঁকে নিন। এবার ক্যারামেল রাখা বাটিতে এই মিশ্রণ ঢেলে দিন।

আরও পড়ুন: চুলায় যেভাবে তৈরি করবেন স্মোকি কাবাব

Advertisement

এরপর হাড়িতে পানি দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিন। বাটির অর্ধেক যেন পানিতে ডুবে থাকে তা নিশ্চিত করুন। শুকিয়ে গেলে আবারও কয়েকবার পানি দিতে হবে। চুলার আঁচ সামান্য রেখে পুডিং তৈরি করতে হবে।

৩০-৪০ মিনিট পর টুথপিক দিয়ে দেখুন পরীক্ষা করুন পুডিং হয়েছে কি না। যদি টুথপিক এর গায়ে পুডিং লেগে না যায় তাহলে হয়ে গেছে। এরপর নামিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন ঘরে তৈরি সুস্বাদু পুডিং।

জেএমএস/এএসএম