আন্তর্জাতিক

বিদেশে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব

বিদেশে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব

আসন্ন রমজান মাসে বিদেশে ১০ লাখ কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। এরই মধ্যে দেশটির বাদশাহ সালমান এই কার্যক্রমের অনুমোদন দিয়েছেন। খরব আরব নিউজের।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন সাইজের কোরআন বিতরণ করা হবে। তাছাড়া এসব কোরআন ৭৬টি ভাষায় অনুবাদ করা থাকবে।

মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত কপিগুলো ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে দেওয়া হবে।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পবিত্র কোরআনের কপিগুলো যাতে বিতরণ করা যায়, এজন্য প্রস্তুতি শুরু হয়েছে।

Advertisement

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের তথ্য মতে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এরপর ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের রমজানে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে আনুমানিক ১৪ ঘণ্টা এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন ঘটবে।

ইসলামি চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস রমজান। এই মাসের ৩০ বা ২৯ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে উপবাসের সময়কাল পরিবর্তিত হয়। এই সময়ে তারা খাবার ও পানীয় গ্রহণ এবং স্ত্রীর সঙ্গে যৌন মিলন থেকে বিরত থাকেন।

এমএসএম

Advertisement