খেলাধুলা

সৌদি আরবে জামাল-কিংসলেরা

জাতীয় ফুটবল দলের দ্বিতীয় ভাগ সৌদি আরব গেছে রোববার রাতে। অধিনায়ক জামাল ভূঁইয়া, ফরোয়ার্ড এলিটা কিংসলেসহ ১৩ ফুটবলার গেছেন দ্বিতীয় বহরে। এর আগে শনিবার রাতে সৌদি আরব গেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নেতৃত্বে ১১ ফুটবলার।

Advertisement

সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষিত ২৭ জনের প্রাথমিক তালিকার মধ্যে দুইজন সৌদি যেতে পারেননি দলের সঙ্গে। পাসপোর্ট সমস্যা থাকায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড ইব্রাহিম ও পুলিশ ফুটবল ক্লাবের রবিউল সম্ভব হলে যাবেন কয়েকদিন পর।

জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে যোগ হওয়া নতুন তিন বিদেশি সহকারী কোচ ডেভিড গোমেজ, গোলরক্ষক কোচ মিগুয়েল আনিদো ও ফিজিও যোগেশ্বর সেন্তিকুমারের রোববার মদিনায় ক্যাম্পে যোগ দেওয়ার কথা। ফিনল্যান্ডে ছুটি কাটিয়ে তারিক কাজীও সরাসরি মদিনায় দলের সঙ্গে যোগ দেবেন।

সৌদি আরবের মদিনায় সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়বে জাতীয় ফুটবল দল। অনুশীলন শেষে জাতীয় দলের দেশে ফেরার কথা ১৭ মার্চ। তারপর চলে যাবে সিলেট। সেখানে ব্রুনাই দারুসসালাম ও সিশেলসের সঙ্গে ফ্রেন্ডলি সিরিজ খেলবে জামাল ভূঁইয়ারা। এই সিরিজের মধ্যে দিয়েই নতুন বছরে প্রথম মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

Advertisement

আরআই/আইএইচএস/