দেশজুড়ে

সাতক্ষীরায় ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ৫

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (৬ মার্চ) ভোরে সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড় এলাকায় গোলাগুলি ঘটে। ঘটনার পর ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে ডাকাতির লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবরে আমরা সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করি। এ সময় প্রাইভেটকার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও পাল্টা গুলে ছোড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অভিযানের সময় আমিসহ কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার ও কনস্টেবল রাজীব মীর আহত হয়েছি।

Advertisement

আহসানুর রহমান রাজী/এসজে/জেআইএম