অর্থনীতি

লোকসানেই ওয়াইম্যাক্স ইলেকট্রোড

গত বছরের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (২০২২ সালের জুলাই-ডিসেম্বর) ওয়াইম্যাক্স ইলেকট্রোড লোকসান করেছে। তবে গত বছরের তুলনায় কোম্পানিটির লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।

Advertisement

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৩৫ পয়সা।

আর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৪১ পয়সা। অর্থাৎ চলমান হিসাব বছরের দুই প্রান্তিকেই কোম্পানিটির লোকসান করেছে।

Advertisement

লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১৯ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুন শেষে ছিল ১১ টাকা ৭২ পয়সা।

এদিকে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫৩ পয়সা।

এমএএস/এমআরএম/জিকেএস

Advertisement