লাইফস্টাইল

ব্লুচিজ ফ্যান ফেস্টে সাকিব আল হাসান

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হলো ‘ব্লুচিজ ফ্যান ফেস্ট-মিট অ্যান্ড গ্রিট সাকিব আল হাসান’। ব্লুচিজের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

Advertisement

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয় ব্লুচিজের লয়্যাল গ্রাহকদের জন্য। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন ব্লুচিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আসন্ন ঈদ কালেকশন সমন্বিত এক্সক্লুসিভ র‌্যাম্প-শো দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এতে ব্লুচিজ তাদের ঈদ কালেকশন উপস্থাপন করে। যার মধ্যে ছিল প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন টপস, ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্টস প্রভৃতি।

আরও পড়ুন: মেকআপ ও গ্ল্যামার জগতে সফল আকলিমা 

Advertisement

প্রতিষ্ঠানের কর্ণধার ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রুচিশীল ডিজাইনের সঙ্গে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই ব্লুচিজের মূল উদ্দেশ্য। আমরা গ্রাহকদের চাহিদা বুঝতে পারি এবং বিশ্বাস করি প্রতিটি কালেকশন সেগুলো পূরণ করে। বিশ্বমানের ফ্যাশন ট্রেন্ড নিশ্চিত করতে আমাদের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করছেন।’

তিনি বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে ব্লুচিজকে একটি গ্লোব্যাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আজ ব্লুচিজ ফ্যান ফেস্ট আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। এটি আমাদের গ্রাহকদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে বলে মনে করি।’

এক মাসের বেশি সময় ধরে ফেসবুকে ‘ব্লুচিজ ফ্যান ফেস্ট’ প্রচারণা চালানো হয়। এ ক্যাম্পেইন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬ ভাগ্যবান সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ পান। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতিতে মনোমুগ্ধকর র‌্যাম্প-শোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এসইউ/জিকেএস

Advertisement