জামালপুরের বকশীগঞ্জে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) দুপুরে পৌরসভার কাগমারী এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
Advertisement
নিহত মনিরুল ইসলাম ওই এলাকার সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, মনিরুল দুটি বিয়ে করেছিলেন। দুই স্ত্রী নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। এর আগে একটি মামলায় জেলও খেটেছেন তিনি। এলাকাবাসীর ধারণা দুই স্ত্রীর যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।
প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। রোববার (৫ মার্চ) সকালে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে মনিরুলের মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মনিরুলকে ঘরের আঁড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Advertisement
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।
মো. নাসিম উদ্দিন/এফএ/জিকেএস