বিনোদন

‘বাহুবলী-২’ সিনেমাকে পেছনে ফেলেছে ‘পাঠান’

দীর্ঘদিন পরে বলিউড বাদশার বাদশাহী রূপ দেখল তার ভক্ত-অনুরাগীরা। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে নতুন রেকর্ড।

Advertisement

আরও পড়ুন: দেশে ‘পাঠান’ মুক্তি না পেলে সিনেমা হল বন্ধের ঘোষণা

এবার এই সিনেমা পিছনে ফেলল ‘বাহুবলী-২’ সিনেমাটিও। ষষ্ঠ শুক্রবারেও ঊর্ধ্বমুখী ব্যবসার পর ভারতে সর্বকালের সেরা হিন্দি সিনেমার তকমা পেল ‘পাঠান’।

ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শুক্রবারেও বক্স অফিসে ‘পাঠান’ ঝড় অব্যাহত। এদিনও ভারতেই এই সিনেমাটি মোট ১.০৭ কোটি রুপির ব্যবসা করে। হিন্দিতে ব্যবসার পরিমাণ ১.০৫ কোটি ও অন্যান্য ভাষায় ব্যবসার পরিমাণ ০.০২ কোটি রুপি।

Advertisement

আরও পড়ুন: ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির সংবাদে নির্মাতা-তারকাদের প্রতিক্রিয়া

জানা গেছে ভারতের বাইরে ‘পাঠান’ এরই মধ্যে ৪৭.০৪ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছেন। অন্যদিকে ভারতে সিনেমাটি এরই মধ্যে ৫২৯.৯৬ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে হিন্দি ভাষায় ৫১১.৭০ কোটি রুপি ব্যবসা করেছে, অন্যান্য ভাষায় ১৮.২৬ কোটি রুপির ব্যবসা করেছে।

বিশ্বজুড়ে ‘পাঠান’ সিনেমা মোট ১০২৮ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ভারতে মোট ৬৪১.৫০ কোটি রুপির গ্রস আয় ও বাইরে ৩৮৬.৫০ কোটির আয় করেছে সিনেমাটি।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ বলিউডের বক্স অফিসের হাল ফিরিয়েছে। শুধু ভারতে নয়, বিশ্বেজুড়ে সিনেমাটি ব্যাপক ব্যবসা করেছে।

Advertisement

আরও পড়ুন: মুক্তির ১০ দিনে শাহরুখের ‘পাঠান’ কত আয় করেছে?

এ প্রসঙ্গে ‘পাঠান’ সিনেমার নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘অবিশ্বাস্য মনে হয় যে পাঠান এখন ভারতের এক নম্বর হিন্দি ছবি! দর্শক পাঠানকে যে ভালোবাসা এবং প্রশংসা দিয়েছে তা ঐতিহাসিক এবং এটি বক্স অফিসের ফলাফলে দেখা যাচ্ছে। একজন পরিচালক হিসেবে, আমি গর্বিত যে আমি এমন একটি সিনেমা তৈরি করেছি যা বিশ্বব্যাপী মানুষকে বিনোদন দিয়েছে।’

সিদ্ধার্থ আরও বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাম্প্রতিক অতীতে অনেক নিন্দার মধ্য দিয়ে যেতে হয়েছে। লোকজন নাকি আমাদের বয়কটও করতে চেয়েছিলেন। আমাদের বলা হয়েছিল যে আমরা মানুষের মনোরঞ্জন করতে পারি এমন ছবি বানাতেই ভুলে গেছি। ইন্ডাস্ট্রি অনেক কথা শুনেছে এবং আমি খুশি যে পাঠান সেই সমস্ত কথার হয়ে উত্তর দিয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের কেবল ভালো ছবি তৈরি করতে হবে এবং দর্শক এসে সেই ছবি দেখবেন।’

এদিকে বাংলাদেশের দর্শকরাও প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখার জন্য মুখিয়ে আছেন। সিনেমাটি মুক্তি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও এখনও ইতিবাচক কোনো অগ্রগতি নেই।

এমএমএফ/এমএস