জাতীয়

চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ১৮ জন, দুজন আইসিইউতে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ১৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের একজনের নাম প্রভাষ, যার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

Advertisement

এছাড়াও চিকিৎসাধীন আরও ছয়জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসা শেষে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬

Advertisement

সর্বশেষ তথ্য অনুযায়ী, চমেক হাসপাতালের ২নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ৭ জন, ২০নং ওয়ার্ডে ৩ জন, ২৬ নং ওয়ার্ডে ২ জন, ২৮নং ওয়ার্ডে ৪ জন এবং আইসিইউতে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন মো. আরাফাত আলম, মো. মনসুর, নারায়ণ ধর, মো. ফোরকান, জাহিদ হাসান, জসিম উদ্দিন এবং রোজী আক্তার। এর মধ্যে আরাফাত ও জাহিদের অবস্থা গুরুতর। ২৬নং অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রিপন মরাগ ও মো. ওসমান। রিপনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ জন হলেন- মো. মজিবুর রহমান, আব্দুল মোতালেব, নাওশাদ সেলিম চৌধুরী এবং ফেন্সি। ওই ওয়ার্ডে মজিবুর ও ফেন্সির অবস্থা গুরুতর। ২০নং চক্ষু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সোলাইমান, মো. শাহরিয়ার এবং মো. আজাদ। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মো. মাসুদ ও প্রভাষ।

চিকিৎসকদের উদ্বৃত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২০ জনের মধ্যে দুইজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে এখনো বিভিন্ন ওয়ার্ডে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন রয়েছেন আইসিইউতে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসুল ইসলাম, ফরিদুল আলম, রতন, আবদুল কাদের ও সালাউদ্দিন। স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়।

Advertisement

ইকবাল হোসেন/এমএস