রাজনীতি

শেখ হাসিনা মানবিক উন্নয়নের উজ্জ্বল বাতিঘর: সুজিত নন্দী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা হলেন মানবিক উন্নয়নের উজ্জ্বল বাতিঘর। তার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই দেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। তিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।

Advertisement

শনিবার (৪ মার্চ) বিকেলে চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির কাণ্ডারি, অবিসংবাদিত নেতা, অত্যন্ত সফল রাষ্ট্রনায়ক এবং শান্তি ও মানবতার অগ্রদূত। জনগণই ছিল বঙ্গবন্ধুর জীবনের অন্তঃপ্রাণ। মানুষের দুঃখে তার মন কাঁদত। কখনো পদ-পদবি বা ক্ষমতার লোভ বঙ্গবন্ধুকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। বঙ্গবন্ধুর তুলনা তিনি নিজেই। তাই শিক্ষার্থীদের বঙ্গবন্ধু আদর্শ লালন করতে হবে।

Advertisement

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাওয়া এ স্বাধীন বাংলার কাঙ্ক্ষিত রূপে বাস্তবায়নে তারই কন্যা দিনরাত পরিশ্রম করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রধান উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, কলেজের স্থায়ী দাতা সদস্য মো. সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ড. আব্দুল্লা আল-মমিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কলেজের বিদ্যোৎসাহী সদস্য রুহুল আমিন মিজি, হিতৈষী সদস্য হারুন অর রশীদ তালুকদার, অভিভাবক সদস্য মো. হান্নান মিজি, মো. সেলিম পাটোয়ারী, ইব্রাহিম খান, চাঁদপুর বারের সাবেক সভাপতি আহসান হাবিব।

এসময় চাঁদপুরের জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

এসইউজে/এমএএইচ/এমএস