রাজনীতি

দেশের সম্পদ পাচার করে অর্থনীতি ধ্বংস করে ফেলেছে ক্ষমতাসীনরা

ক্ষমতাসীনরা দেশের সম্পদ পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মধ্যবিত্ত গরিব হয়ে গেছে। অন্যদিকে, গরিব আরও গরিব হচ্ছে। তারা দু'বেলা দুমুঠো খেতে পারছে না। এ সরকার জনগণের সরকার না। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এ অর্থনীতিকে তারা মেরামত করতে পারবে না।

Advertisement

শনিবার (৪ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা রোডে নবী টাওয়ারের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকারকে বিদায় করতে না পারলে দেশের সুষ্ঠু নির্বাচন হবে না। তাই বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং নির্বাচনও হবে না। তাই যতদ্রুত এ সরকারের বিদায় হয় ততই দেশের জন্য কল্যাণ। আমাদের দশ দফা দাবি না মানলে জনগণ জানে কীভাবে এদের বিদায় করতে হয়।

দেশের মানুষকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, পণ্যের দাম কমাতে হলে এ সরকারকে বিদায় করতে হবে। এ সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যাবে না।

Advertisement

বিএনপি নেতাকর্মীদের কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে এ সরকারের পতন করার জন্য যে আন্দোলন সংগ্রাম আসবে তার জন্য সবাই প্রস্তুত থাকবেন।

এসময় পদযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, যাত্রাবাড়ী থানার সাবেক সাধারণ সম্পাদক বাদল সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/এমএস

Advertisement