খেলাধুলা

মুস্তাফিজকে হারানো অপূরণীয় ক্ষতি : মাশরাফি

আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে আবারো এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। কিন্তু এ ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনতে হলো মাশরাফিদের। দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুরকে আর পাচ্ছে তারা। সাইড স্ট্রেনের চোটে পড়ে এশিয়া কাপ শেষ হয়ে গেছে তার। মুস্তাফিজকে হারানো দলের অপূরণীয় ক্ষতি মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে দলের অনুশীলনের আগে অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই দলের জন্য অসাধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।’তবে তার পরিবর্তে তামিম ইকবালকে পাওয়ায় দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পেয়েছে মানছেন অধিনায়ক। তামিমের ফিরে আসা নিয়ে মাশরাফি বলেন, ‘তামিমের না থাকা সব সময় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর ব্যাপার। সব ফরম্যাটে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তামিম অনেক দিন ধরে খেলছে, সে অনেক অভিজ্ঞ।’মুস্তাফিজের পরিবর্তে রনি দলে আসতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যদি মনে করি মুস্তাফিজের জায়গায় যে আসবে সে ওর মতোই পারফর্ম করবে, তাহলে এটা খুবই কঠিন ব্যাপার হবে।’উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মুস্তাফিজ রহমানের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়েছিল। সে ম্যাচে হাফিজ ও আফ্রিদির মতো ভয়ংকর ক্রিকেতারদের উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেন এ পেসার। তারপর থেকেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন তিনি।আরটি/একে/এমএস

Advertisement