বিনোদন

বেলাল খানের সুরে নচিকেতার নতুন গান

প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এবার বাংলাদেশে এসে বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের সুরে একটি গান গেয়েছেন। এটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি কবির বকুল।

Advertisement

শিরোনাম ঠিক না হওয়া গানটির কথা, ‘তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছো/আমার দিকে আর ফিরে তাকিয়ো না/কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না।’

আরও পড়ুন: পুরস্কার পেয়ে যে কারণে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বেলাল খান

সম্প্রতি নচিকেতা বাংলাদেশের চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে আসেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে ওঠেন গীতিকবি কবির বকুলের বাড়িতে। কবির বকুল ঘরোয়া আড্ডায় নচিকেতাকে গানের সুর শোনালে তিনি তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন, ‘এ মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম তৈরি আছে। তাছাড়া গানের কথা-সুর ভীষণ পছন্দ হয়েছে।’

Advertisement

নচিকেতা চক্রবর্তী

আরও পড়ুন: চঞ্চল-নচিকেতার ‘সাদা সাদা কালা কালা’ গানে মুগ্ধ ভক্তরা

জানা গেছে, রাজধানীর মগবাজার প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বেলাল খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কোভিডের সময় লকডাউন চলাকালে একদিন বকুল ভাই তার পুরোনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর একটা সুর বকুল ভাইকে শোনাই এবং আমরা দুজনেই ভাবতে থাকি গানটি কে গাইলে ভালো হবে। অবশেষে বকুল ভাই যখন নচিকেতা দাদার কথা বললেন, তখন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম গানটি দাদার কণ্ঠে তুলে দেওয়ার জন্য।’

আরও পড়ুন: তাপসের কথা-সুরে নতুন গান গাইলেন নচিকেতা

Advertisement

বেলাল খান

গানটি প্রসঙ্গে কবির বকুল জানান, কবিতাটি এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ কবিতা থেকে নেওয়া। বেলাল যখন সুর করে পাঠিয়েছিল তখন থেকেই ভাবনায় ছিল গানটি স্পেশাল কাউকে দিয়ে গাওয়ানোর। নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্ন মাত্রা পেয়েছে।’

গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে। ভালো কথা ও সুর সব সময় আমাকে আকৃষ্ট করে। বকুল এবং বেলাল মিলে যে গানটি তৈরি করেছে, মনে হয়েছে গানটি আমি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেত।’

এমআই/এমএমএফ/এএসএম