বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির নাসির। এরই মধ্যে তার গাওয়া কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় ‘নাইয়া’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Advertisement
আরও পড়ুন: সাব্বির নাসিরের কণ্ঠে কবি অসীম সাহার ‘মন আমার কান্দে’
মেহেদী হাসান তামজীদের কথায় ও সুরে সংগীত আয়োজন করেছেন সালমান জাইম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক ও তার প্রোডাকশন হাউজ প্রেক্ষাগৃহ।
গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, নাইয়া অসাধারণ একটি সৃষ্টি। তামজিদের ফিচারিং ও সালমানের মিক্সিং। আমার এ যাবতকাল গাওয়া সব গানের মাঝ থেকে নিশ্চিতভাবে ভিন্ন মাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর। অনেকেই বলেছেন কান্না পেয়েছে বুকের গভীর থেকে গানটি শুনে। অশ্রু আত্মার স্নানের জল। আসুক অশ্রু বানের মতো - এ কামনা রইল।
Advertisement
আরও পড়ুন: সাড়া পাচ্ছে সাব্বির নাসির ও সম্পার ‘বিনোদিনী রাই'
মেহেদী হাসান তামজীদ বলেন, এই গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। করোনার সময়টাতে দেখেছি অনেক কষ্ট করে টাকা আয় করলেও অনেকে টাকা পয়সা দেশে পাঠিয়ে সুখের মুখ দেখতে পায় না। অনেক সময় বাবা-মাকেও শেষ সময়ে দেখতে দেশে আসতে পারে না। গানটি লেখার পর মনে হয়েছে সাব্বির ভাইকে দিয়ে করালে ভালো হবে। এরপর একসাথে কাজ করা। আশা করি গানটি সবার ভালো লাগবে।
গানের ভিডিও নির্মাণ নিয়ে নির্মাতা শাহরিয়ার পলক বলেন, গানের বিষয়বস্তু শোনার পর আমার কাছে মনে হয়েছে একটা চর লাগবে। যেখানে আছে ভাঙ্গা-গড়ার খেলা। আমার দাদার বাড়ি শরীয়তপুর হওয়ার কারণে চরের মানুষদের কষ্টটা কাছ থেকে দেখেছি আমি। এই মিউজিক ভিডিওর বিষয়বস্তু আমাকে বেশ আকৃষ্ট করেছে।
আরও পড়ুন: সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের কণ্ঠে ‘হারমোনি বাজাও’
Advertisement
পলক আরও বলেন, ভিডিওতে একটি নৌকা প্রতীকী অর্থে দেখানো হয়েছে। যেখানে একটি বাচ্চা ভাসছে। মা মারা গেলেও আমরা সারাটি জীবন নৌকার মতো ভাসতে থাকি। ভালো একটি গান হয়েছে। ভিডিওটি তৈরি করতে গিয়ে নানান চ্যালেঞ্জ ছিল তাই সবকিছু মিলে এখন দর্শকের রায়ের অপেক্ষা। ভালোভাবে কাজটি উপহার দেবার চেষ্টা করেছি আমরা।
গানের লিংক :
এমআই/এমএমএফ/এএসএম