বাংলাদেশ নৌবাহিনীর ২০১৬-বি ডিইও ব্যাচে সরাসরি কমিশন্ড অফিসার পদে পাঁচটি শাখায় জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী পদের নাম: কমিশন্ড অফিসারশাখার নাম: ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা (পুরুষ)শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা/গণিত বিষয় অন্তর্ভুক্তিসহ স্নাতক/পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ফলিত পদার্থ, তড়িৎবিদ্যা, ফলিত রসায়ন, সমুদ্রবিজ্ঞান, নটিক্যাল বিষয়ে স্নাতক।বয়স: ১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।শাখার নাম: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ ও নারী)শিক্ষাগত যোগ্যতা: নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বয়স: ১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।শাখার নাম: শিক্ষা শাখা (পুরুষ ও নারী)শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার। বয়স: ১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।শাখার নাম: শিক্ষা, বিবিএ/এমবিএ (পুরুষ ও নারী)শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং ও ম্যানেজমেন্ট থেকে বিবিএ/এমবিএ অভিজ্ঞতা: ৩ বছর বয়স: ১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।শাখার নাম: শিক্ষা, মেডিকেল (পুরুষ)শিক্ষাগত যোগ্যতা: চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং ইন্টার্নশিপসহ এমবিবিএসবয়স: ১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।শারীরিক যোগ্যতাপুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।আবেদন ফি: ৭২০ টাকা। আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০১৬সূত্র: সমকাল, ০১ মার্চ ২০১৬এসইউ/এবিএস
Advertisement