দেশজুড়ে

সরকারের শামীম ওসমানের মতো লোক দরকার: আনু মোহাম্মদ

অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, সরকার জনগণের ওপর নির্ভর করছে না। সরকারের নির্ভরতা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাফিয়া, দখলবাজদের ওপর। একইভাবে দেশের বাইরে তাদের আদানি, মোদি, চীন ও রাশিয়াকে খুশি করতে হয়। তাদের শামীম ওসমানের মতো লোক দরকার। যারা শুধু খুন করে না, মানুষকে আতঙ্কিত করে রাখে।

Advertisement

শুক্রবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘ত্বকী হত্যার বিচার কেন হচ্ছে না, তা দেশের মানুষ বুঝতে পারে’

অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ত্বকী হত্যার বিচার হচ্ছে না দশ বছর। সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না এগারো বছর। তনু ধর্ষণ ও হত্যার বিচার হচ্ছে না সাত বছর। তার মানে হত্যাকারীরা যদি শক্তিশালী হয়, সরকারের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে হত্যাকারীর বিচার হয় না। দেশের মানুষ কী মনে করছে তার কোনো কিছুতেই সরকারের কিছু আসে যায় না।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশ এখন পাকিস্তান মডেলেই চলছে। পাকিস্তান আমলে বাইশ পরিবার দেশ শাসন করেছে। এখন একইভাবে দেশ চলছে। পুলিশ, র্যাব, দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানকেই কাজ করতে দেওয়া হচ্ছে না। সাগর-রুনি, তনু এসব হত্যার তদন্তটিও হয়নি। একমাত্র ত্বকী হত্যার কিছুটা তদন্ত হয়েছে, কিন্তু বিচার হচ্ছে না। তবে বিচার আটকে থাকবে না। একদিন অবশ্যই ত্বকীর খুনিদের বিচার হবে। খুনিদের যারা রক্ষা করছে বছরের পর বছর, তাদেরও বিচার হবে।

আরও পড়ুন: শামীম ওসমান ত্বকী হত্যা নিয়ে ‘জজমিয়া’ নাটক সাজাতে চান: রাব্বী

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলন মানবাধিকার কর্মী খুশি কবির, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

Advertisement