স্পেসএক্সের ক্রুবাহী ড্র্যাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ছয় মাসের মিশনের অংশ হিসেবে এতে যুক্তরাষ্ট্রের দুইজন, রাশিয়ার একজন, সংযুক্ত আরব আমিরাতের একজন নভোচারী রয়েছে। খবর আল-জাজিরার।
Advertisement
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ মার্চ) সাড়ে ১২টার পর স্বংক্রিয় স্পেসক্রাফট মহাকাশ স্টেশনে ডক করে। ভূমি থেকে সেখানে পৌঁছাতে সময় লাগে ২৫ ঘণ্টা। ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসক্রাফটটি যাত্রা শুরু করে।
নতুনভাবে যাওয়া এসব ক্রুরা অন্তত দুইশটির বেশি গবেষণামূলক কাজ করার পাশাপাশি প্রযুক্তিগত বিষয় সম্পাদনা করবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি জানায়, ভবিষতে চাঁদে যেসব মিশন পরিচালনা করা হবে তাতে এসব গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাসার আর্টেমিস প্রোগ্রামেও এটি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এসব সদস্যরা বিভিন্ন সংস্কারমূলক কাজও করে থাকে। তাছাড়া সেখান থেকে পৃথিবীতে আসা বা যারা নতুনভাবে যাবে তাদের জন্য সব প্রস্তুত রাখাও তাদের দায়িত্ব।
Advertisement
এমএসএম