সাহিত্য

আস্থাদের ভুলে গেলে এবং অন্য কবিতা

আস্থাদের ভুলে গেলে

Advertisement

বৃষ্টিরা ছেড়ে গেল হঠাৎইআমাকে না জানিয়েইএক পাখি বলে গেল জনান্তিকে কিছু কথা।

শোনা কথায় সরিয়ে নিলে মনআড়াল করেছ উদারযেন ঢেকে দিলে আকাশছেঁড়াখোঁড়া মেঘে গেল ঢেকে অতঃপর।

পোড়খাওয়া কষ্টগুলোকে এক নিমিষেই তুচ্ছ করলে!তোমার কপালের আস্থার ছাপগুলো ভুলে গেলে এত সহজেই!

Advertisement

তবুও জ্যোৎস্নাভাঙা চুম্বন তোমার গালে।

****

মালনীছড়া চা বাগানে

সবুজমোড়ানো সিঁড়ি মালনীছড়ায়বিকেলের স্নিগ্ধ বাতাসে পড়ন্ত সূর্যছোট পাখিদের কিচিরমিচিরশান্তপ্রিয় ভাঙামেঘদের

Advertisement

শিশুর মতন ওড়াউড়ি সারাবেলাউপত্যকায় রুপালি নৃত্য, বয়ে চলা

আরও রং, লাল কমলা গোলাপি সাদাউজ্জ্বলগুলো এলোমেলোবিন্দুদের খেলা।

কী নীল অপ্সরা!—সবুজের কার্পেটেনরম রোদে ঝিকিমিকি রঙের বেহায়াপনাএই তো নীল, এই তো রয়েল-ব্লু খয়েরি কালোএই নীল বিন্দুতেই নিশ্চল হয়ে যাই।

****

মহুয়াবন, স্পর্শ এবং তারপর

ও বন-পাপিয়া, একটু দাঁড়াওতোমাকে ছোব বলে

এই সরষে ক্ষেতে দৌড়ে দৌড়ে ক্লান্ত

নিস্তেজ প্রায়। তোমার পাখায় অর্কেস্ট্রাএবং মাতাল রেণু ভাসে—ওই মহুয়া বনে আমিও যাব।

পেছনে স্পর্শ কার!—মনীষার?ও পাপিয়া, তুমি যাও এবার।

এসইউ/এমএস