ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের সুইস চলচ্চিত্র উৎসব। ৭ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। গ্যাটে ইনস্টিটিউটের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত এই উৎসবে তিনটি সুইস চলচ্চিত্র প্রদর্শিত হবে।গ্যাটে ইনস্টিটিউট মিলনায়তনে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। ওই দিন প্রদর্শিত হবে ‘দ্যা ব্ল্যাক ব্রাদার্স’। ঊনবিংশ শতকের পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে কয়েকজন শিশুশ্রমিকের গল্প, যারা ইতালিতে চিমনি পরিষ্কারের কাজ করত। এক দুঃসাহসী সফরের মাধ্যমে তারা সুইজারল্যান্ড ফিরে আসে।উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে ‘মোর দ্যান হানি’। এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত সুইস তথ্যচিত্র। এতে উঠে এসেছে কিভাবে মৌমাছি বিলুপ্ত হচ্ছে এবং কিভাবে তা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।উৎসবের শেষ চলচ্চিত্র ‘দ্য ফস্টার বয়’ প্রদর্শিত হবে ৯ ডিসেম্বর সন্ধ্যে ৬টায়। একটি অনাথ ছেলের কঠিন জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। প্রদর্শিত সবকটি চলচ্চিত্র জার্মান ভাষায় নির্মিত, থাকছে ইংরেজি সাবটাইটেল। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
Advertisement