খেলাধুলা

সাইক্লিং ইভেন্টে চট্টগ্রামের দখলে ১০ মেডেল

শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ইভেন্টে ১০টি মেডেল অর্জন করেছে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। এর মধ্যে চারটি গোল্ড, দুটি সিলভার ও চারটি ব্রোন্জ মেডেল পায় তারা।

Advertisement

তরুণদের মধ্যে ১০০০ মিটার টাইম ট্রায়ালে সিলভার পেয়েছেন আলিমুল ইসলাম। ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে ব্রোঞ্জ পেয়েছেন সাইফুল ইসলাম সজীব, অমিত দাশ, সুমিত কান্তি নাথ, সিয়াম দস্তগীর রাহিত। ২০০০ মিটার স্ক্যাচ রেইসে গোল্ড এবং ব্রোঞ্জ পেয়েছেন মো. রাশেদ আলী, আলিমুল ইসলাম।

তরুণীদের মধ্যে ৫০০ মিটার টাইম ট্রায়ালে গোল্ড অর্জন করেছেন মোছা. রাহেলা আক্তার। অ্যালিমিনেশন রেসে সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছেন সোনিয়া আক্তার ও নুপাইচিং মগিনী। ২০০০ মিটার টিম টাইম ট্রাইলে গোল্ড পেয়েছেন মোছা. রাহেলা আক্তার, সোনিয়া আক্তার, নুপাইচিং মগিনী, মোছা. রিয়া খাতুন। ২০০০ মিটার স্ক্যাচ রেইসে গোল্ড এবং ব্রোঞ্জ পেয়েছেন স্নিগ্ধা আকতার, মোছা. রাহেলা আক্তার।

তরুণদের মেডেলের মধ্যে ২টি মেডেল দখলে রেখেছেন সিআরএ স্টান্ট রাইডার্স বাংলাদেশ সাইক্লিং গ্রুপ। এর আগেও দেশের বিভিন্ন সাইক্লিং রেইস প্রতিযোগিতায় এ সংগঠনের অনেক সুনাম আছে।

Advertisement

গ্রুপটির প্রতিষ্ঠাতা বেলাল বিন জসিম (তাসকিন) বলেন, ‘গ্রুপ যার যার চট্টগ্রাম সবার, এ স্লোগানে চট্টগ্রামের বিভিন্ন গ্রুপের সাইক্লিস্টরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমরা সবাই একটি পরিবার হয়েই গেমসে অংশ নেই। এবার আমরা ইন্টারন্যাশনালে বাজিমাত করতে চাই এবং সাইক্লিং রেইসে চট্টগ্রামের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই।’

আইএইচএস/