অনেক দিন পর এবার বিপিএলে ভাল খেলার পুরস্কার পেয়েছেন ৫ ক্রিকেটার। তিন তরুণ তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা এবং তানভির ইসলাম ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন। আর রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী ডাক পেলেন আবারও।
Advertisement
তাদের ৫ জনের ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া দেখে বোঝাই যায়, নির্বাচকরা এবার বিপিএলকে গুরুত্ব দিয়েছেন। বিপিএলে ভাল খেলা পারফরমাররা মূল্যায়িত হয়েছেন এবং এভাবে বিপিএলে ভাল খেলা ইনফর্ম প্লেয়ারদের জাতীয় দলে নেয়া ও ফেরানোকে অনেকেই এটাকে সাধুবাদ জানিয়েছেন।
পাশাপাশি প্রশ্নও আছে। যে ৫ জন ডাক পেয়েছেন, পারফরমেন্সকে মানদণ্ড ধরলে তাদের চেয়ে ভালো পারফর্ম করেও বিবেচনায় আসেননি নাসির হোসেন। ৩৬৬ রানের পাশাপাশি ১৬ উইকেট দখল করে সাকিবের পরে সেরা অলরাউন্ড পারফরম্যান্স দেখানো নাসির কেন বিবেচনায় আসলেন না? তাকে কেন, কী কারণে ইংল্যান্ডের সাথে জাতীয় দলে ফেরানো হলো না?
এ প্রশ্ন কিন্তু উঠেছে। প্রধান নির্বাচকের কাছেও রাখা হয়েছিল এ প্রশ্ন, নাসিরকে কেন বিবেচনায় আনা হলো না? মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাখ্য শুনে মনে হলো, সত্যিই নাসিরের দূর্ভাগ্য, তাই সুযোগ পায়নি।
Advertisement
তার কথা, নাসিরসহ কিছু কিছু ক্রিকেটারকে প্লেয়ার বাই স্পেস-এ বিবেচনা করা হয়েছে। মিডল অর্ডার ব্যাটসম্যান বা লেট অর্ডার বলেন কিংবা অন্য পজিসনে অনেক চিন্তা ভাবনা করে, ট্যাকটিক্যাল সাইডটা মাথায় রেখেই দলটা তৈরি করা হয়েছে। তাতে দূর্ভাগ্যবশত ও (নাসির) সুযোগ পায়নি। বিপিএলটা ভালো খেলেছে।’
তবে নান্নুর কন্ঠে আশার বাণী, ‘সামনে অনেক খেলা আছে। পারফর্ম করলে অবশ্যই। কেউ চোখের আড়াল হবে না।’
এদিকে রনি তালুকদারকে কেন ফেরানো হলো? তার ব্যাখ্যাও আছে প্রধান নির্বাচকের কাছে। মিনহাজুল আবেদিন নান্নুর কথায় পরিস্কার, তারা ওপরের দিকে এমন কাউকে চান, যারা হাত খুলে মারতে পারেন। মানে পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। সেই বিবেচনায় রনি তালুকদারকে নেয়া হয়েছে।
এমন জানিয়ে নান্নু বলেন, ‘শর্টার ফরম্যাটে আমরা টপ অর্ডারে কিছু খেলোয়াড় চাচ্ছি যাদের সামর্থ্য আছে, হিটিং পাওয়ার আছে। রনি কিন্তু অনেকগুলো বিপিএলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, ধারাবাহিকভাবে খেলেছে। এমন না যে বয়স হয়ে গেছে। বয়সটা বড় ব্যাপার না। এখানে আমরা সুযোগের মাপকাঠি দিয়েছি পারফরম্যান্স। রনি যে সুযোগ পেয়েছে, যেই প্ল্যাটফর্মে এসেছে, নিজেকে মেলে ধরতে পারলে আমরাও ভালো কিছু আশা করছি।’
Advertisement
এআরবি/আইএইচএস